Latest Gk,All Time Competitive Exam Pdf Books Download From Here

Sunday, 18 March 2018

January Month 2018 Bengali Current Affairs(Must Read)



বিশ্বজুড়ে পালিত হল নববর্ষ- ইংরেজি নতুন বছর ২০১৮-এর সূচনা।
● রঞ্জি ট্রফির ফাইনালে সাত বারের চ্যাম্পিয়ন দিল্লিকে হারিয়ে প্রথম ট্রফি জিতল বিদর্ভ।
● অরুণাচল প্রদেশকে "নির্মল রাজ্য" হিসেবে ঘোষণা করা হল। উল্লেখ্য যে, দেশের প্রতিটি রাজ্যকে "বাহির শৌচ মুক্ত" করার জাতীয় সময়সীমা ২রা অক্টোবার, ২০১৯।
● বছরের প্রথম দিনেই ঘন্টাখানেক অচল রইল হোয়াটস্যাপ। গত নভেম্বর ও ডিসেম্বরেও একই সমস্যা হয়েছিল।
● ভারতীয় গল্ফার শিব কাপুর তৃতীয় "এশিয়ান ট্যুর" খেতাব জিতলেন।
● কিম জং উন বললেন, শীতকালীন অলিম্পিকে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যেতে পারে উত্তর কোরিয়া।
● তেলেঙ্গানা সরকার ২৩ লক্ষ কৃষকের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা শুরু করল।
● ভারতের নতুন বিদেশ সচিব হলেন বিজয় কেশব গোখলে(ছবিতে)।


● আজ ২রা জানুয়ারি, কল্পবিজ্ঞানের বিখ্যাত লেখক আইজ্যাক অ্যাসিমভের জন্মদিন। উল্লেখ্য, অ্যাসিমভই প্রথম 'রোবোটিক্স' কথাটি ব্যবহার করেন।
● বিশ্বের সবথেকে লিঙ্গসাম্য বিশিষ্ট দেশ হিসেবে স্বীকৃতি পেল আইসল্যান্ড। ক্ষুদ্র এই দেশটি সকল সরকারি এবং বেসরকারী কর্মক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের জন্য সমান বেতন বাধ্যতামূলক করল।
● ব্যাংক একাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকার জন্য যে ফাইন আদায় করা হয় শুধু সেই বাবদ স্টেট ব্যাংকের মুনাফা হল ১,৭৭১ কোটি টাকা (এপ্রিল-নভেম্বর ২০১৭)।
● প্রয়াত হলেন বিখ্যাত উর্দু কবি আনোয়ার জালালপুরী যিনি ভগবৎগীতা উর্দুতে অনুবাদ করেছিলেন।
● ন্যানোটেকনোলজিতে ভারতের স্থান তৃতীয়, জানালেন কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী হর্ষ বর্ধন।
● দীর্ঘ ১ দশক পর দর্শকদের জন্য খুলে দেওয়া হল ১৫০ মিটার উঁচু দুবাই ফ্রেম।
৩রা জানুয়ারি বাংলা কারেন্ট এফেয়ার্স
● সম্মিলিত জাতিপূঞ্জের নিরাপত্তা পরিষদে ৬টি দেশ অস্থায়ী সদস্য হিসেবে যোগ দিল, যথা- ইকুয়েটোরিয়াল গিনি, আইভরি কোস্ট, কুয়েত, নেদারল্যান্ড, পেরু, পোল্যান্ড।
● আজ ৩রা জানুয়ারি, উনিশ শতকের বিখ্যাত মহিলা সমাজ সংস্কারক সাবিত্রীবাই ফুলের জন্মদিবস।
● ডেপুটি এনএসএ [NSA- ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার) নিযুক্ত হলেন রাজিন্দর খান্না।
● নারীকল্যানমূলক ওয়েব পোর্টাল 'নারী'-র সূচনা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী।
● তাজমহলের দর্শনার্থীর সংখ্যা দৈনিক চল্লিশ হাজারের মধ্যে সীমাবদ্ধ করতে চায় আর্কেওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
● আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল বললেন, NRC বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স-এ যাদের নাম নেই তারা কেউ সাংবিধানিক অধিকার পাবে না।
● অরুণাচল প্রদেশ বলে কোনো রাজ্য আছে সেটাই জানা ছিল না, বলল চীন। উল্লেখ্য, কদিন আগেই চীনের সেনাবাহিনী রাস্তা তৈরির উপকরণ সহ অরুণাচল প্রদেশে ঢুকে পড়ছিল এবং ভারতীয় সেনার হাতে বন্দী হয়। তারপরেই এই মন্তব্য।

৪ঠা জানুয়ারি
বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● AIDMK নতুন সংবাদপত্র এবং নিউজ খোলার সিদ্ধান্ত নিল; সংবাদপত্রের নাম 'নাম আম্মা', চ্যানেলটির নাম 'আম্মা টিভি' রাখা হবে।
● আইপিএল-এর ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় বিরাট কোহলি, রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর সাথে রেকর্ড অংকে (১৭কোটি) চুক্তিবদ্ধ হলেন কোহলি।
● বিহার দলকে রঞ্জি ট্রফিতে খেলতে দেওয়ার জন্য বিসিসিআই-কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ঝাড়খন্ড রাজ্য তৈরি হবার পর তৎকালীন দলের দায়িত্ব পায় ঝাড়খন্ড।
● কর্ণাটকের মুখ্যমন্ত্রী ৩১,০০০ তপশীলী জাতি/ তপশীলী উপজাতীর ছাত্রছাত্রদের বিনামূল্যে ল্যাপটপ প্রদান করলেন।
● শীঘ্রই সব ট্রেনে ২২টি কোচ দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় রেল যাতে যেকোনো ট্রেনের বিকল্প হিসেবে অন্য ট্রেন চালানো যেতে পারে। বর্তমানে চাহিদা অনুসারে ট্রেনের কোচসংখ্যা নির্দিষ্ট করা হয়।
৫ই জানুয়ারি
বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● বিশ্বের উচ্চতম হোটেল তৈরি করে নিজেদের রেকর্ড ভাঙতে চলেছে দুবাই। নবনির্মিত 'The Gevora Hotel'-এর উচ্চতা ৩৫৬ মিটার। বর্তমান রেকর্ডধারী JW ম্যারিয়ট মার্কিস হোটেলের উচ্চতা ৩৫৫ ফুট।
● পশ্চিমবঙ্গের প্রতীক হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিজাইন করা "বিশ্ববাংলা" লোগোটি কেন্দ্র সরকারের স্বীকৃতি পেল। এদিন মাননীয় মুখ্যমন্ত্রী "বিশ্ববাংলা"র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন।
● কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাটাগরি- III B ল্যান্ডিং সিস্টেম চালু হল। এর ফলে সেখানে ২৪ ঘন্টাই বিমান অবতরণ করতে পারবে।
● 'আফ্রিকান ফুটবলার অফ ২০১৭' হলেন লিভারপুলের মহম্মদ সালাহ।
● এবছর বাজেট অধিবেশন শুরু হবে ২৯শে জানুয়ারি এবং কেন্দ্রীয় বাজেট পেশ হবে ১লা ফেব্রুয়ারি।
● নবগঠিত "নেপালের জাতীয় শিক্ষা পরিষদ"কে পরীক্ষা গ্রহণের ব্যাপারে সহায়তা করবে উত্তরপ্রদেশ শিক্ষা পরিষদ।
৬ই জানুয়ারি
বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● হায়দ্রাবাদে দেশের প্রথম 'কেবলমাত্র প্রতিবন্ধীদের জন্য' পার্কের উদ্বোধন হল।
● কানাডার একদল গবেষক মমির ডিএনএ পরীক্ষা করে দেখালেন যে হেপাটাইটিস-বি ভাইরাস কয়েক শতাব্দী আগেও বর্তমান ছিল।
● তিনজন মহিলা বক্সিং চ্যাম্পিয়ন যাদেরকে হরিয়ানা সরকার গরু উপহার দিয়েছিল, তারা তাদের গরু গুলি সরকারকেই ফিরিয়ে দিল।
● চীনের ওয়্যারলেস চার্জিং সুবিধাযুক্ত হাইওয়ে, কদিন আগেই যার উদ্বোধন হল, সেখান থেকেই চুরি হয়ে গেল সোলার প্যানেল।
৭ই জানুয়ারি
বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● ২২৯ বছর আগে (১৭৮৯ সালে) আজকের দিনেই আমেরিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য, প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন জর্জ ওয়াশিংটন।
● NASA-র সবথেকে অভিজ্ঞ মহাকাশচারী জন ইয়ং ৮৭বছর বয়সে প্রয়াত হলেন। উল্লেখ্য, ইনিই প্রথম এককভাবে চাঁদের চারদিকে প্রদক্ষিণ করেছিলেন (১৯৬৯ সালে, এপোলো ১০ মিশনে)।
● রজার ফেডেরারের দুটি খেতাব (মেন্স সিঙ্গেলস এবং মিক্সড ডাবলস) সহ এই নিয়ে তৃতীয়বার হপম্যান কাপ জিতল সুইজারল্যান্ড।
● দিল্লি-হরিয়ানা সীমান্তে পথ দুর্ঘটনায় সক্ষম যাদব সহ চারজন জাতীয় পর্যায়ের ভারোত্তোলকের মৃত্যু হল।
● প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে বর্তমানে বিশ্বের ১ নম্বরে থাকা চীনের তাই জু ইং-কে হারালেন বিশ্বের ৩ নম্বর তারকা পি ভি সিন্ধু।
● প্রজাতন্ত্র দিবসের মহড়া উপলক্ষ্যে ১৮ই জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত প্রায় ৯০০ বিমান বাতিল করার নির্দেশ দেওয়া হল।

৮ই জানুয়ারি বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ ৮ই জানুয়ারি, বিশিষ্ট বাংলা সাহিত্যিক তথা সাহিত্য একাডেমি এবং রবীন্দ্র পুরষ্কার প্রাপক আশাপূর্ণা দেবীর জন্মদিবস।
● ভারতের দ্রুততম সুপার কম্পিউটার "প্রত্যূষ"-এর উদ্বোধন করা হল (ছবিতে)।
● সিকিমের ব্র্যান্ড আম্বাসেডার নিযুক্ত হলেন বিখ্যাত সুরকার এ আর রহমান।
● কোয়েম্বাটোরের আর কে পুরম পুলিশ স্টেশন দেশের সেরা পুলিশ স্টেশনের সন্মান পেল।
● আমেরিকায় বসবাসকারী এল সালভাদোরের নাগরিকদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হল।
● খুচরো বিক্রি বাড়ানোর জন্য আমাজন এবং ফ্লিপকার্টের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে পতঞ্জলি।

৯ই জানুয়ারি
বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ প্রবাসী ভারতীয় দিবস। ১৯১৫ সালের আজকের দিনেই মহাত্মা গান্ধী দীর্ঘ প্রবাস জীবনের পর ভারতে ফিরে এসেছিলেন।
● আজ ভারতের নোবেলজয়ী বিজ্ঞানী হরগোবিন্দ খুরানার (১৯২২- ২০১১) জন্মদিবস।
● অরুণাচল প্রদেশে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করতে রাজি হল চীন।
● নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আগুন ছড়িয়ে পড়ল, হতাহত ৩ জন।
● দক্ষিণ কোরিয়ায় আয়োজিত শীতকালীন অলিম্পিকে যোগ দিতে রাজি হল উত্তর কোরিয়া।
● ডোপিংয়ের অপরাধে বিসিসিআই থেকে বাদ গেলেন ইউসুফ পাঠান(ছবিতে)।
● ছোটো খাটো বিষয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত নয়, জানাল সুপ্রিম কোর্ট।
● পাকিস্তানে বন্দী ১৪৭জন ভারতীয় মৎসজীবীকে মুক্ত করা হল।
● ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধ করল বিহার সরকার।
১০ই জানুয়ারি
বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ ১০ই জানুয়ারি, বিশ্ব হিন্দি দিবস হিসেবে উদযাপিত হয়।
● ১৯৪৬ সালের আজকের দিনেই সম্মিলিত জাতিপূঞ্জের প্রথম সভা বসেছিল ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হলে।
● "বেবি অলিম্পিক" বা শিশুদের জন্য অলিম্পিক গেমের আয়োজন করার কথা ভাবছে বাহরিন।
● সময়ানুবর্তিতার নিরীখে বিশ্বের বৃহৎ বিমান সংস্থাগুলির মধ্যে চতুর্থ স্থানে ইন্ডিগো।
● মার্সিডিজ ট্রফি গল্ফ টুর্নামেন্টের জন্য উত্তীর্ণ হলেন অভিনেতা আর মাধবন।
● স্যানিটারি ন্যাপকিনে ১২% জিএসটি-র প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ১০০০ ন্যাপকিন পাঠাবে মধ্য প্রদেশের ছাত্রীরা।
● রাখার জায়গার অভাবে ধাতব মুদ্রা বা কয়েন উৎপাদন বন্ধ করল সরকার।

১১ই জানুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ নোবেলজয়ী ভারতীয় কৈলাশ সত্যার্থীর ৬৪ তম জন্মদিন।
● ১৯৬৬ সালে আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী।
● ভারতের প্রাক্তন স্বনামধন্য ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ৪৫ তম জন্মদিনে প্রকাশিত হল বিশেষ কমিক "দি ওয়াল"।
● কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি. লিট. পেলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখমত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
● সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন ইন্দু মালহোত্রা। উল্লেখ্য যে, এই প্রথম কোনো মহিলা আইনজীবী সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন।
● বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনাথ প্রতিযোগীদের জন্য বিশেষ সংরক্ষণের কথা ভাবছে মহারাষ্ট্র সরকার
● অস্ট্রেলিয়াতে বিশ্বের সবথেকে বড় সৌর-তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে চলেছে। ৩২০০ কোটি টাকার এই প্রকল্পের ফলে ৯০০০০ গৃহে বিদ্যুত সরবরাহ করা যাবে।
● বাজারে এল বিশ্বের দ্রুততম SUV, 'ল্যাম্বোরঘিনী উরুস', প্রারম্ভিক মূল্য ৩ কোটি টাকা।
● সঞ্জয় লীলা বনশালীর "পদ্মাবতী" সিনেমার নাম পরিবর্তন করে রাখা হল "পদমাবৎ"।
১২ই জানুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ স্বামীজির জন্মদিন, ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হল।
● ভারতের নতুন পাসপোর্টগুলি এখন থেকে ঠিকানার প্রমাণপত্র হিসেবে পেশ করা যাবে না বলে জানাল বিদেশ মন্ত্রক।
● বিশ্ব নেতৃত্বের তালিকায় ট্রাম্প এবং পুতিনের পরে তিন নম্বর স্থানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জানাল গ্যালাপ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন।
● তেল উৎপাদনকারী দেশ হিসেবে ইরাককে পিছনে ফেলে ওপেকের (OPEC) এক নম্বর স্থানে কাজাখস্তান।
● তামিলনাড়ু বিধানসভায় বিধায়কদের বেতন ৯১% বাড়ানো হল।
● পথ দুর্ঘটনায় নিহত হলেন এশিয়াডে পদকজয়ী ভারতীয় কুস্তিগীর সুখচেইন সিং চিমা।
● হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মোরগ লড়াইয়ে গেলেন অন্ধ্র প্রদেশের কয়েকজন বিধায়ক এবং সাংসদ।
● "জিওকয়েন" নামে নিজেদের ক্রিপ্টোকারেন্সি আনতে চলেছে রিলায়েন্স জিও।
১৩ই জানুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ ১৩ই জানুয়ারি, ভারতের একমাত্র মহাকাশচারী রাকেশ শর্মার ৬৯তম জন্মদিন।
● শীতকালীন অধিবেশনের জন্য উত্তর কোরিয়ার খেলোয়াড়দের সঙ্গে যৌথভাবে আইস হকি (মহিলা) দল গড়ার প্রস্তাব দিল দক্ষিণ কোরিয়া।
● জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা অনুসারে ভারতের দরিদ্রতম রাজ্য বিহার, সবথেকে ধনী দিল্লি।
● নিজেদের টি-টোয়েন্টি লীগ শুরু করার কথা ঘোষণা করল আফগানিস্তান। আগামী বছর সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে "আফগানিস্তান প্রিমিয়ার লীগ"।
● তুর্কমেনিস্তানে মহিলাদের গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা জারি হল।
● পুনরায় ধাতব মুদ্রা বা কয়েন তৈরি শুরু করল সরকার। তবে, এবারে কম পরিমানে উৎপাদন চলবে।
● নেপালে ইন্টারনেট পরিষেবা প্রদান শুরু করল চীন। এতদিন পর্যন্ত ইন্টারনেটের জন্য নেপালকে ভারতের উপরেই নির্ভর করতে হত।
● এই প্রথম সৌদি আরবে পুরুষদের ফুটবল খেলা দেখার অনুমতি দেওয়া হল মহিলাদের।
১৪ই জানুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ ১৪ই জানুয়ারি, পদ্মশ্রীবিজয়ী সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মদিন; গুগল ডুডলের মাধ্যমে লেখিকাকে শ্রদ্ধা জানাল গুগল।
● ৬ দিনের সফরে ভারতে এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়াহু। এই উপলক্ষ্যে দিল্লির তিনমূর্তি চকের নতুন নামকরণ হল তিনমূর্তি- হাইফা চক। উল্লেখ্য, হাইফা হল ইজরায়েলের একটি শহর।
● অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারালো ভারতীয় দল।
● দৃষ্টিহীনদের জন্য আয়োজিত ক্রিকেট বিশ্বকাপে নেপালকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছালো ভারতীয় দল।
● ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের উৎপাদন-সূচকে ৩০ তম স্থানে রয়েছে ভারত।
● কাবেরী নদীর জলের জন্য তামিলনাড়ুর অনুরোধ প্রত্যাখ্যান করল কর্ণাটক।
● জামিনের জন্য আবেদন করতে গেলে আধার বাধ্যতামূলক করল ছত্রিশগড় হাইকোর্ট।
● 'বিগ বস-১১' বিজয়ী হলেন টিভি অভিনেত্রী শিল্পা সিন্ধে।
১৫ই জানুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ ১৫ই জানুয়ারি, ভারতে সেনা দিবস (আর্মি ডে) হিসেবে উদযাপিত হয়। তাৎপর্য- ১৯৪৯ সালের ১৫ই জানুয়ারি প্রথম ভারতীয় কমান্ডার-ইন-চিফ হিসেবে জেনারেল কে এম কারিয়াপ্পা দায়িত্বভার গ্রহণ করেছিলেন।
● ১৮৮৯ সালের ১৫ই জানুয়ারি পেম্বারটন মেডিসিন কোম্পানি নামে যে সংস্থার পথচলা শুরু হয়েছিল সেটিই এখন বিশ্বের অন্যতম বহুজাতিক সংস্থা কোকা-কোলা। উল্লেখ্য যে, বিশ্বের সর্বাধিক পরিচিত শব্দ হিসেবে 'ওকে'-র পরেই স্থান 'কোকা-কোলা'র।
● প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যার দায় স্বীকার করল পাকিস্তানি তালিবান গোষ্ঠী।
● আফ্রিকার লেসোথোতে পাওয়া গেল বিশ্বের পঞ্চম বৃহদাকার হীরে, আনুমানিক মূল্য ২৫৪ কোটি টাকা।
● যৌথভাবে সিনেমা প্রযোজনার চুক্তি স্বাক্ষর করল ভারত-ইজরায়েল।
১৬ই জানুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● বিশ্বের উচ্চতম এয়ার পিউরিফায়ার (Air Purifier) তৈরি করল চীন যার উচ্চতা ৩৩০ ফুট।
● কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভদেকর বললেন যে বিদ্যালয়গুলিতে ডিজিটাল বোর্ড ব্যবহার করার লক্ষ্যে কেন্দ্র সরকার "অপারেশন ডিজিটাল বোর্ড" শুরু করতে চলেছে।
● ডায়নোসরের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেল, নাম রাখা হল 'সার্বিয়ান টাইটান'।
● নরওয়ের একদল গবেষক জানালেন যে চতুর্দশ শতকে ইউরোপের 'ব্ল্যাক ডেথ'-এর কারণ ইঁদুর নয়, মানুষই এর জন্য দায়ী।
● আগামী ৩ বছরে পশ্চিমবঙ্গে ৫০০০ কোটি টাকা লগ্নী করবে রিলায়েন্স গোষ্ঠী, জানালেন মুকেশ আম্বানি।
● আফগানিস্তানের "মেডেল অফ ব্রেভারি" পেলেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প।
১৭ই জানুয়ারি, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ ১৭ই জানুয়ারি, আমেরিকার অন্যতম প্রতিষ্ঠাতা তথা বহু বিষয়ে পন্ডিত বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের জন্মদিন।
● ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো ফুটবল থেকে অবসর নিলেন।
● বিশ্বের প্রথম কোনো দেশ একাকিত্বের জন্য মন্ত্রী (Minister for lonliness) নিয়োগ করল। ইংল্যান্ডে 'মিনিস্টার ফর লোনলিনেস' হিসেবে নিযুক্ত হলেন ট্র্যাসে ক্রাউচ্।
● শীতকালীন অলিম্পিকের আসরে উত্তর এবং দক্ষিণ কোরিয়া এক পতাকার তলায় মার্চ করবে।
● চারদেশীয় হকি টুর্নামেন্টে জাপানকে হারাল ভারত।
● গত তিন বছরে এই প্রথম কোনো টেস্ট সিরিজ হারল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে সেঞ্চুরিয়ান টেস্টে পরাজিত হল ভারতীয় দল।
● রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বলা হল বাজারে প্রচলিত ১৪ রকমের ১০ টাকার কয়েনই বৈধ।
১৮ই জানু:, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আইসিসি-র ক্রিকেটার অফ দি ইয়ার নির্বাচিত হলেন বিরাট কোহলি।
● একটি সমীক্ষায় জানা গেল, ইউরোপের সমস্ত মাইক্রো-ওভেন থেকে যে পরিমান কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয় তা ৬৮ লক্ষ যানবাহনের কার্বন-ডাই-অক্সাইডের সমান।
● HDFC ব্যাংকই প্রথম ভারতীয় ব্যাংক যাদের মার্কেট-ক্যাপিটাল ৫ ট্রিলিয়ন (৫০ হাজার কোটি) টাকা হল।
● ১লা এপ্রিলের মধ্যে সমস্ত বাসে, ট্যাক্সিতে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) এবং প্যানিক-বাটন লাগাতেই হবে, ঘোষণা করল সরকার।
● অল ইন্ডিয়া চার্টার্ড একাউন্টেন্সির (২০১৭) চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল হরিয়ানার মোহিত গুপ্তা।
● ত্রিপুরা বিধানসভা নির্বাচন ১৮ই ফেব্রুয়ারি, নাগাল্যান্ড এবং মেঘালয়ের বিধানসভা নির্বাচন ২৭শে ফেব্রুয়ারি, ঘোষণা করল নির্বাচন কমিশন।
● দেশের ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা শুরু করতে বলল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।
১৯শে জানু: ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● এবছরের ১৮ জন শিশু-কিশোর ন্যাশনাল ব্রেভারি এওয়ার্ড বা জাতীয় সাহসিকতার পুরষ্কারের জন্য মনোনীত হল। ২৪ শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের হাতে পুরষ্কার তুলে দেবেন।
● সম্মিলিত জাতিপুঞ্জের ৭২ বছরের ইতিহাসে এই প্রথম শীর্ষ নেতৃত্বের পদগুলোতে লিঙ্গসাম্য এল। মহাসচিব ব্যতীত ৪৪টি পদের ২৩টি এখন মহিলাদের দখলে।
● একটানা তিন বছর খরার জেরে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে চরম জলকষ্ট, অনেকের মতে, আগামী ১০০ বছরেই ফুরিয়ে যাবে শহরের জলভান্ডার।
● এই প্রথম লাভের মুখ দেখল রিলায়েন্স জিও। গত ডিসেম্বর ত্রৈমাসিক তাদের লাভের অংক ৫০৪ কোটি।
● প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গৃহীত গ্রামের (উত্তর প্রদেশের জয়াপুর) স্ট্রিটলাইটের ব্যাটারি চুরি হয়ে গেল।
● ২০৪০ সালের মধ্যে সমস্ত স্বল্প দূরত্বের বিমান পরিবহন ব্যাটারিচালিত হবে বলে ঘোষনা করল নরওয়ে।
● দিল্লিতে ম্যাডাম তুসোর মোমের মিউজিয়ামে শীঘ্রই সানি লিওনের মূর্তি উন্মোচিত হবে, জানাল কর্তৃপক্ষ।
২০শে জানু:, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারাল ভারতীয় দল।
● রোমানিয়ায় সরকার বিরোধী প্রতিবাদ মিছিলে ৫০ হাজার মানুষ অংশগ্রহন করলেন।
● ২০১৮ সালের সবথেকে প্রশংসিত কোম্পানি হিসেবে Apple-এর নাম ঘোষনা করা হল।
● কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের সিলভাসা, মোরাদাবাদ, বরেলি সহ ৯ টি শহরকে অন্তর্ভুক্ত করা হল।
● ১২ বছর বা তার কমবয়সী মেয়েদের ধর্ষণ করলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদন্ড হবে, এমন আইন আনতে চলেছে হরিয়ানা সরকার।
● ইংলিশ চ্যানেলের উপর দিয়ে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের সরাসরি যোগাযোগের জন্য ২২ মাইল দীর্ঘ ব্রিজ তৈরির ইংল্যান্ডের প্রস্তাব নাকচ করে দিল ফ্রান্স।
২১শে জানু:, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ ২১শে জানুয়ারি, ভারতের তিনটি অঙ্গরাজ্য ত্রিপুরা, মনিপুর এবং মেঘালয়-এর প্রতিস্থাদিবস।
● পৃথিবী থেকে ৪০০ কিমি উপরে অবস্থিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সাত হাজার দিন অতিবাহিত করল।
● চারদেশীয় হকি টুর্নামেন্টের ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে গেল ভারতীয় দল।
● বাল্যবিবাহ এবং পণ প্রথার বিরুদ্ধে বিহারে প্রায় চার কোটি মানুষ মানব-শৃঙ্খলা রচনা করলেন।
● সারাজীবনের কর্মের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার লাইফটাইম এচিভমেন্ট পুরষ্কার পেলেন কিংবদন্তী অভিনেত্রী মালা সিনহা।
● লাভজনক পদে আসীন থাকার কারণে আম আদমি পার্টির ২০ জন বিধায়ককে 'অযোগ্য' ঘোষণা করা হল।
● অনলাইনে কেনাবেচার জন্য ফেসবুকের 'মার্কেটপ্লেস' লঞ্চ করল ভারতে।
২২শে জানু:, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ বিখ্যাত রুশ সিনেমা-নির্মাতা আইজেনস্টাইনের জন্মদিন।
● মাল্টার রাজধানী ভাল্লেট্টাকে ইউরোপের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হল।
● চলতি বছরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হিসেবে সৌদি আরবকে পিছনে ফেলতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
● উত্তর কোরিয়ার সঙ্গে মানসিক টানাপোড়েনের জেরে জাপানে মিসাইল আক্রমন প্রতিহত করার বিশেষ সামরিক মহড়া অনুষ্ঠিত হল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এইরকম মহড়া এই প্রথম।
● ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সভায় যোগ দেবার জন্য দাভোস রওনা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
● ভারতের প্রথম আবর্জনা মেলা অনুষ্ঠিত হল ছত্রিশগড়ে।
২৩শে জানু:, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● দেশজুড়ে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২১তম জন্মবার্ষিকী।
● ২০ বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সভায় উপস্থিত হলেন। সুইজারল্যান্ডের দাভোসে বক্তৃতা রাখলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
● প্রয়াত হলেন ভারতের প্রবীণতম সেনা আধিকারিক এফ.কে.কে সরকার(১০১)। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত-পাক এবং ভারত-চীন যুদ্ধে অংশ নিয়েছিলেন।
● মেক্সিকোর পরিচালক গুইলার্মো ডেল তোরো-র "The Shape of Water" ছবিটি অস্কারে ১৩টি নমিনেশন পেল।
● সময়ের নতুন একক Flick (ফ্লিক) আবিষ্কার করল ফেসবুক। ১ ফ্লিক (বা ফ্রেম-টিক) সময় সমান ১.৪১৭২৩৩৫৬ ন্যানোসেকেন্ড।
● লাইবেরিয়ার নতুন রাষ্ট্রপতি হলেন প্রাক্তন ফুটবলার জর্জ উইয়া।
● রিয়াল মাদ্রিদকে হারিয়ে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবল ক্লাব হল ম্যানচেস্টার ইউনাইটেড।
● জাইরা ওয়াসিম এবং আমির খানের "সিক্রেট সুপারস্টার" ছবিটি চীনে মাত্র চার দিনে ২০০ কোটি টাকার ব্যবসা করল।
২৪শে জানু:, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ ২৪শে জানুয়ারি, জাতীয় কন্যাশিশু দিবস।
● অস্কারে সেরা সিনেমাটোগ্রাফারের নমিনেশন পেলেন র্যাচেল মরিসন। অস্কারের ৮৯ বছরের ইতিহাসে তিনিই প্রথম মহিলা সিনেমাটোগ্রাফার হিসেবে নমিনেশন পেলেন।
● প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন সম্পর্কিত নির্দেশিকা জারি করল কেরালা সরকার। বলা হল, প্রতিটি দপ্তরে, স্কুলে এবং কলেজে বিভাগীয় প্রধানগণ পতাকা উত্তোলন করবেন।
● 'পদমাবৎ' সিনেমাকে কেন্দ্র করে উত্তেজনার জেরে বন্ধ করা হল চিতোরগড় দুর্গ। উল্লেখ্য যে ১৯৪৭ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার দুর্গে প্রবেশ বন্ধ হল।
● সবথেকে বেশি নমিনেশন পাওয়া অভিনেত্রী হিসেবে নিজের রেকর্ড ভাঙলেন মেরিল স্ট্রিপ। এবছর ২১টি বিভাগে নমিনেশন পেলেন ৩বার অস্কার বিজয়ী স্ট্রিপ।
● সুপ্রিম কোর্টের অচলাবস্থা কাটিয়ে উঠতে পারছেন না প্রধান বিচারপতি দীপক মিশ্র। সেইজন্য প্রধান বিচারপতির অপসারণ বা ইমপিচমেন্টের কথা বললেন সীতারাম ইয়েচুরি (সিপিআই এম)।
২৫শে জানু:, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ ২৫শে জানুয়ারি, ভারতে "জাতীয় ভোটার দিবস" হিসেবে উদযাপিত হয়।
● ১৯০৫ সালে আজকের দিনেই অর্থাৎ ২৫শে জানুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে একটি খনি থেকে পাওয়া গিয়েছিল বিশ্বের সবথেকে বড় হীরে। ৩,১০৬ ক্যারেটের হীরেটির ওজন ছিল ১.৩৩ পাউন্ড। হীরেটির নাম রাখা হয়েছিল কুল্লিনান। এটি ব্রিটেনের রাজা সপ্তম এডওয়ার্ডকে উপহার দেওয়া হয়েছিল।
● ৩ জন পদ্মবিভূষণ এবং ৯ জন পদ্মভূষণ সহ ৭৩ জন পদ্মশ্রী প্রাপকের নাম ঘোষণা করা হল।
● পূর্বঘোষিত ১৮জন শিশু-কিশোরকে জাতীয় সাহসিকতার পুরষ্কার প্রদান করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
● নিউজিল্যান্ডের প্রথম কৃত্রিম উপগ্রহ "হিউম্যানিটি স্টার" খালি চোখেই দেখা যাবে, জানালো রকেট ল্যাব। উল্লেখ্য, রকেট ল্যাব হল আমেরিকার একটি বেসরকারি উদ্যোগ যারা কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের প্রথম উপগ্রহটিকে উৎক্ষেপণ করেছিল।
● ভারতীয় ভাষাগুলির যথাযথ অনুবাদ করার জন্য ডিপ নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করবে মাইক্রোসফট।
● গতবছরের শুরুতে আবিষ্কৃত TRAPPIST-1 গ্রহমণ্ডলের ৭টি গ্রহের মধ্যে ২টি গ্রহ মানুষ বসবাসের উপযোগী, জানাল মার্কিন গবেষণা সংস্থা।
● যুগের চাহিদা পূরণ করার জন্য পাঠক্রমে অনেকখানি পরিবর্তন আনতে চলেছে AITCE ।
২৬শে জানু:, ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল ৬৯ তম প্রজাতন্ত্র দিবস। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান (ASEAN)-এর সদস্য দেশগুলির ১০জন রাষ্ট্রপ্রধান।
● ইন্দোনেশিয়া মাস্টার্স-এ পি.ভি. সিন্ধুকে হারালেন সাইনা নেহওয়াল।
● ভারতের আধার কার্ডের মডেল গ্রহণ করতে চাইলেন ফিলিপিন্সের রাষ্ট্রপতি রোডরিগো দুতের্তে।
● ফ্রান্সের আইনসভায় ধর্মীয় পোশাক, ধর্মীয় প্রতীক ইত্যাদি পরে আসা নিষেধ করা হল।
● ভারতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় সর্বোচ্চ রানের রেকর্ড করলেন বিরাট কোহলি। এর আগে এই রেকর্ড ছিল ধোনির (৩,৪৫৪)।
● নিজের ক্যারিয়ারের ৩০ তম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে প্রবেশ করলেন রজার ফেডেরার।
● তৎকাল পাসপোর্টের আবেদনে প্রথম শ্রেণীর অফিসারের সুপারিশ লাগবে না, সরকারীভাবে ঘোষনা করা হল।
● সুমেরু সাগর পর্যন্ত যোগাযোগ বাড়াতে উদ্যোগী চীন। সেইজন্য বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এ দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপগুলিকে পাশে চায় চীন।
২৭শে জানু: ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● ৬৯তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে 'ফেয়ারী কুইন' রেল ইঞ্জিনের নতুন নামকরণ হল "গণরাজ্য এক্সপ্রেস"। উল্লেখ্য, এটিই বিশ্বের প্রাচীনতম সক্রিয় বাষ্প ইঞ্জিন। ইংল্যান্ডে তৈরি এই ইঞ্জিনটি ১৮৫৫ সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়েতে যোগ দিয়েছিল, ১৮৯৫ সালে এর নাম হয় ফেয়ারী কুইন।
● এশিয়ান (ASEAN) গোষ্ঠীভুক্ত ১০ দেশের ১০টি ভিন্ন ভাষার ২৭টি সংবাদপত্রের সম্পাদকীয়তে ছাপা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য।
● অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে (মহিলা) বিশ্বের ১ নম্বর তারকা সিমোনা হালেপকে হারিয়ে ২ নম্বর স্থানের ক্যারোলিন ওজনিয়াকি প্রথম স্থানে উঠে এলেন। উল্লেখ্য, এটিই ক্যারোলিনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম।
● বিশ্বের দীর্ঘতম পুরুষ সুলতান কোজেনের (৮ ফুট ২.৮ ইঞ্চি) সঙ্গে সাক্ষাৎ করল বিশ্বের সবথেকে খর্বকায় নারী জ্যোতি আমগে (২ ফুট ৮ ইঞ্চি)।
● শুরু হল আইপিএল ২০১৮-এর নিলাম পর্ব।
● ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ বালক বুদ্ধিমত্তার (IQ Test) পরীক্ষায় স্টিফেন হকিংস এবং আলবার্ট আইনস্টাইনকেও পিছনে ফেলে দিল।
২৮ শে জানু: ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ের ১৫৩ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ সহ আরো অনেকে।
● অস্ট্রেলিয়ান ওপেনে জিতে ক্যারিয়ারের ২০ তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রজার ফেডেরার।
● বিদেশ সফরে আর কোন ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন তাদের নাম প্রকাশ করতে হবে, প্রধানমন্ত্রীর দপ্তরকে (PMO) নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য কমিশন (CIC)।
● সাধারণতন্ত্র দিবসের প্রদর্শনীতে সেরা ট্যাবলুর সম্মান পেল মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে আসাম।
● কর্ণাটকের আধ্যাত্মিক গুরু সিদ্ধেশ্বর স্বামী পদ্মশ্রী পুরষ্কার প্রত্যাখ্যান করলেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানালেন সেকথা।
● চারদেশীয় হকি টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়ের ফাইনালে বেলজিয়ামের কাছে হারল ভারতীয় দল।
● ইন্দোনেশিয়া মাস্টার্স-এ বিশ্বের ১ নম্বর তারকা তাই জু ইং-এর কাছে রানার-আপ হলেন সাইনা নেহওয়াল।
● আইপিএল ২০১৮-এর নিলামে ১৬৯ জন খেলোয়াড়ের জন্য ৪৩১.৭ কোটি টাকা খরচ করা হল।
২৯শে জানু: ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
●ব্রুনো মার্স-এর '২৪কে ম্যাজিক' মিউজিক অ্যালবাম ৭টি বিভাগে গ্র্যামি জিতল।
● মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ইংল্যান্ড সফরের সময় "ইংল্যান্ডের ইতিহাসে বৃহত্তর প্রতিবাদ" সংঘটিত হবে, লেবার পার্টি সূত্রে জানানো হল।
● নির্ধারিত সময়ের ৯ দিন আগেই ১২ই এপ্রিল শেষ হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের জলের জোগান। উল্লেখ্য, আধুনিক বিশ্বের এই প্রথম কোনো মহানগর জলশূন্য হতে চলেছে।
● তথ্য ও প্রযুক্তি মন্ত্রক LED-ভিত্তিক বেতার যোগাযোগ প্রযুক্তির পরীক্ষা করল। Lifi প্রযুক্তি সফল হলে Wifi-এর থেকে দ্রুত ইন্টারনেট পাওয়া যাবে।
● RTI বা তথ্য জানার অধিকার আইন অনুযায়ী কোনো অনুসন্ধানের উত্তর দেওয়ার জন্য উদ্দিষ্ট কর্তৃপক্ষকে তথ্য জোগাড় করতে হবে না, যেটুকু তথ্য উপলব্ধ তাই অনুসন্ধানকারীকে জানাতে হবে, নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।
৩০শে জানু: ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ থেকে ৭০ বছর আগে আজকের দিনেই আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন মহাত্মা গান্ধী।
● ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়ার 'লাইফটাইম এচিভমেন্ট পুরষ্কার' পেলেন একদা বিশ্বের এক নম্বর খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন।
● ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর জন্মদিনটি (৩রা আগস্ট) দিল্লিতে "ফুটবল দিবস" হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হল।
● বরুন ধাওয়ান সবথেকে কমবয়সী বলিউডি অভিনেতা যার মোমের মূর্তি ম্যাডাম তুসোর মিউজিয়ামে স্থান পেল।
● অলিম্পিকের ঠিক আগের মুহূর্তে উত্তর কোরিয়া বিপরীত অবস্থান নিল। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে অংশগ্রহণ করবে না তারা, জানিয়ে দিল উত্তর কোরিয়া।
● রেকর্ডসংখ্যক (২১টি) অস্কার নমিনেশন প্রাপ্ত অভিনেত্রী মেরিল স্ট্রিপ নিজের নামের পেটেন্ট বা স্বত্ব চেয়ে আবেদন জানালেন।
● পাসপোর্ট বিষয়ে আগের নির্দেশিকা বাতিল করল সরকার। ঠিকানার প্রমানপত্র হিসেবে পাসপোর্ট ব্যবহার করা যাবে, জানাল সরকার।
৩১শে জানু: ২০১৮ বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ ৩১শে জানুয়ারি, শিবনাথ শাস্ত্রীর ১৭১তম জন্মবার্ষিকী। শিবনাথ শাস্ত্রী (১৮৪৭-১৯১৯) ছিলেন উনিশ শতকের একজন অন্যতম বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং দার্শনিক।
● আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেল চন্দ্রগ্রহণ। আজ একইসঙ্গে দেখা গেল ব্লু মুন, ব্লাড মুন এবং সুপার মুন।
● আজ 'খেলো ইন্ডিয়া স্কুল গেম'-এর সূচনা করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
● ইন্ডিয়া ওপেনের ফাইনালে পৌঁছলেন ভারতীয় বক্সার মেরি কম।
● সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান "লেজিয়ঁ দ অনর" প্রদান করা হল।
● রাজ্য বাজেটে নতুন প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার, থাকছে মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকার 'রূপশ্রী' প্রকল্প।


No comments:

Post a Comment