রাষ্ট্রের প্রকৃতি- যুক্তরাষ্ট্রীয় সংসদীয় গণতন্ত্র।
শাসনবিভাগের প্রধান- রাষ্ট্রপতি।
আইনবিভাগ- দ্বিকক্ষবিশিষ্ট; উচ্চকক্ষ- রাজ্যসভা, নিম্নকক্ষ- লোকসভা।
বিচারবিভাগ- সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
সংবিধান- বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান।
প্রশাসনিক বিভাগ- ২৯টি রাজ্য এবং ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল; দিল্লি হল ভারতের জাতীয় রাজধানী অঞ্চল।
রাজধানী- নতুন দিল্লি।
বৃহত্তম রাজ্য (আয়তনে)- রাজস্থান।
বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
ক্ষুদ্রতম রাজ্য- গোয়া।
ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল- লাক্ষাদ্বীপ।
জনবহুল রাজ্য- উত্তর প্রদেশ।
জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল- দিল্লি।
জনবিরল রাজ্য- সিকিম।
জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল- লাক্ষাদ্বীপ।
সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য- বিহার।
সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল- দিল্লি।
সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য- অরুণাচল প্রদেশ।
সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল- লাক্ষাদ্বীপ।
No comments:
Post a Comment